ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ব্যবস্থা : মোজাম্মেল হক


প্রকাশিত: ০২:৩১ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৬

খুব শিগগিরই মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কাজ আবারো শুরু হবে। ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

শনিবার সন্ধ্যায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শেরপুর জেলা ইউনিট কমান্ডের নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, এ বছর থেকেই দুই ঈদে বোনাস পাবেন মুক্তিযোদ্ধারা। পাশাপাশি মুক্তিযোদ্ধারা বিনা পয়সায় চিকিৎসা পাবেন। প্রধানমন্ত্রী ইতোমধ্যে প্রস্তাবটি অনুমোদন দিয়েছেন।

মন্ত্রী আরো বলেন, পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের গৌরব গাঁথার পাশপাশি আল-বদর, রাজাকার, আল-শামসদের কু কীর্তিও লিখা থাকতে হবে। যাতে ভবিষ্যৎ প্রজন্ম যুদ্ধাপরাধীদের অপকর্ম সম্পর্কে জানতে পারে, তাদের ধিক্কার জানাতে পারে।

তিনি বলেন, দেশে সকল যুদ্ধাপরাধীর বিচার হবে। যুদ্ধাপরাধী এবং তাদের সংগঠন জামায়াতের সকল সম্পদ, ব্যবসা প্রতিষ্ঠান বাজেয়াপ্ত করে সরকারের নিয়ন্ত্রণে নেয়া হবে। যুদ্ধাপরাধীদের নাগরিকত্ব বাতিল করা হবে। এমনকি তাদের সন্তানরাও এদেশে `কুর্ফা নাগরিক’ হিসেবে থাকতে হবে। তাদের কোনো ভোটাধিকার থাকবেনা, কোনো প্রকার সরকারি চাকরি করতে পারবে না।

প্রশাসক ডা. এএম পারভেজ রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, হুইপ আতিউর রহমান আতিক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক এবিএম সুলতান আহমেদ, জেলা ইউনিট কমান্ডার আবু সালেহ মো. নূরুল ইসলাম হিরু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. চন্দন কুমার পাল প্রমুখ।

হাকিম বাবুল/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।