বাংলাদেশকে পদক এনে দিলেন সাবিরা
দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া আসর এসএ গেমস। দক্ষিণ এশিয়ার অলিম্পিক নামেও পরিচিত। ৮ দেশের এই গেমসে বাংলাদেশ সব সময়ই উজ্জ্বল একটি অবস্থান ধরে রাখে সব সময়। ভারতের গুয়াহাটি এবং সিলংয়ে অনুষ্ঠিত গেমসের দ্বিতীয় দিনে এসে বাংলাদেশকে প্রথম একটি পদক উপহার দিলেন মহিলা ভারোত্তোলক মোল্লা সাবিরা সুলতানা। ভারোত্তোলনের ৪৮ কেজি ওজন শ্রেনীতে ব্রোঞ্জ পদক জিতেছেন বাংলাদেশের এই মহিলা ভারোত্তোলক।
গুয়াহাটির ভোগেশ্বরি ফুকনোণী ইনডোর স্টেডিয়াম থেকে বাংলাদেশকে প্রথম কোন পদক উপহার দিলেন দেশের অন্যতম সেরা এই নারী ভারোত্তোলক। দক্ষিণ এশিয়ান গেমসে এর আগে মহিলাদের ভারোত্তোলন ছিল না। এবরাই প্রথম অন্তভুর্ক্ত করা হয়েছে। প্রথমবার খেলতে নেমে ব্রোঞ্জ পদক জিতে ইতিহাসেরও অংশ হয়ে গেলেন সাবিরা। স্ন্যাচে তিনি দুই লিফটে তুলেছেন ৬০ ও ৬৬ কেজি। কিন্তু শেষবার ৬৬ কেজি ওঠাতে গিয়ে হাত ফসকে পড়ে যায় ভার। সুতরাং, অল্পের জন্য রৌপ্য পদকটা হারিয়ে ফেললেন সাবিরা।
স্ন্যাচে ৬৬ কেজি তুলতে গিয়ে ভার ফেলে দেয়ার পরই নিশ্চিত হয়ে যায় সাবিরা আর দ্বিতীয় হতে পারছেন না। যদিও এরপর ক্লিন অ্যান্ড জার্কে তিনবারে তুলেছেন ৬৫, ৭৭ ও ৮০ কেজি। স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে মোট ১৪৩ কেজি তুলেছেন তিনি। ১৪৫ কেজি ওজন তুলে রৌপ্র জিতেছেন শ্রীলংকার দিনুশা হানসানি গোমাস। স্বর্ণ পদক জিতেছেন ভারতে মীরাবাঈ চানু। তিনি তুলেছেন ১৬৯ কেজি।
ব্রোঞ্জ জয়ের পর সাবিরা হতাশাভরা কণ্ঠে বলেন, ‘বাংলাদেশে আমি যে ওজন তুলি সেটা তুলতে পারলেই রুপা জিততে পারতাম; কিন্তু শেষ লিফটের সময় একটু নার্ভাস হয়ে পড়েছিলাম।’
আইএইচএস/আরআইপি