বাংলার মাটিতে খালেদার বিচার হবে


প্রকাশিত: ০৮:৪৬ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৬

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জামেল হক বলেছেন, শহীদদের সংখ্যা নিয়ে খালেদা জিয়া যে মন্তব্য করেছেন সেটা পাকিস্তানিদের শেখানো বুলি। সেজন্য বাংলার মাটিতে তার বিচার করা হবে। শনিবার বেলা সাড়ে ১১ টায় নেত্রকোনা জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।  

মন্ত্রী আরও বলেন, যুদ্ধাপরাধ মামলায় নেত্রকোনার ননী-তাহেরের রায় দ্রুত কার্যকর করা হবে। বাংলাদেশে কোন যুদ্ধাপরাধীই বিচারের বাইরে থাকতে পারবে না।

Netrokona
জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদারের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিয়র রহমান খান এবং পুলিশ সুপার জয়দেব চৌধুরী। আলোচনা সভায় জেলার মুক্তিযোদ্ধাসহ সরকারি-বেসরকারি কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

কামাল হোসাইন/এফএ/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।