বিয়ে করলেন ইরফান পাঠান


প্রকাশিত: ০৬:২৪ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৬

হরভজন সিংহ ও সুরেশ রায়না গত বছরেই বিয়ে করেছিলেন। যুবরাজ সিংহেরও বাগদান হয়েছে। নতুন বছরে বাগদান সেরেছেন মোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজাও। এবার বিয়ে করলেন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান। সৌদি আরবের জেদ্দার বাসিন্দা সাফা বেগকে (২১) তিনি বিয়ে করেছেন।   

পবিত্র শহর মক্কার হারাম শরীফে গত বৃহস্পতিবার তাদের এ বিয়ে সম্পন্ন হয় বলে ইরফান পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়। বিয়েতে ইরফানের বড় ভাই ইউসুফ পাঠানও উপস্থিত ছিলেন। গত দুই বছর ধরে ইরফান ও সাফার মধ্যে সম্পর্ক চলছিল বলে খবরে বলা হয়। টুইটারের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া একথা জানায়।

এমআর/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।