দু`দেশের সীমান্তের প্রহরীরা মেতেছে ভলিবলে


প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৬

শুক্রবার বিকালে ফেনীতে বসেছিল দুই দেশের সীমান্ত রক্ষীদের প্রীতি ভলিবল ম্যাচ। ফেনী জায়লষ্কর-৪ বিজিবির ব্যবস্থাপনায় জোয়ার কাছাড় টিভি হাসপাতাল মাঠে আয়োজিত ভারতের বিএসএফকে (বর্ডার সিকিউরিটি ফোর্স) ২-১ গেমে পরাজিত করে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)।

দু`দেশের কাটাঁতারের বিবেদ মাড়িয়ে খেলায় হেরেও উচ্ছসিত দেখা গেছে ভারতীয় সীমান্ত রক্ষীদের । তাদের  এ আনন্দ দু’পারের সীমান্ত প্রহরীদের মিলনের আনন্দ।

boll

খেলা উপভোগ করেন ফেনীস্থ ৪ বর্ডার গার্ডের অধিনায়ক লেফটেনেন্ট কর্ণেল মোহাম্মদ শামীম ইফতেখার, ১০ বর্ডার গার্ড ব্যাটেলিয়নের অধিনায়ক মোহাম্মদ মোখলেছুর রহমান ও উপ অধিনায়ক কাজী ওবায়দুর রেজা, কোয়াটার মাস্টার এবিএম জাহাঙ্গীর আলম, ৪ বর্ডার গার্ড এবং ৮৬ ব্যালেরিয়ান বিএসএফএর কমান্ডার শ্রী মনোজ কুমার, ১৪৫ ব্যাটেলিয়ানের কমান্ডার শ্রী অমিতাভ রায়সহ ৩১ সদস্যের প্রতিনিধি দল।

এছাড়া খেলা উপভোগ করেন স্থানীয় জনগন ও প্রশাসন ও গনমাধ্যমের ব্যক্তিরা। খেলায় বিএসএফ দলের দলনেতা ছিলেন, রমজান মোহাম্মদ, বিজিবি দলের দল নেতা ছিলেন হাবিলদার মাহবুবুল হক।

জহিরুল হক মিলু/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।