বেকারদের তথ্য নেই কর্মসংস্থান মন্ত্রণালয়ে


প্রকাশিত: ০১:৪৭ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৬

দেশে বর্তমানে  বেকাদের সংখ্যা কত তার তথ্য নেই শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের। তবে ২০১৩ সালে বিবিএস’র জরিপে দেশে মোট বেকার সংখ্যা ২৬ লাখ ছিল। বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এমপি মুহিবুর রহমান মানিকের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু।

প্রতিমন্ত্রী বলেন, সরকার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে দক্ষ জনশক্তি সৃষ্টি করে বেকারত্ব দূরীকরণে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।বিপুল শ্রম শক্তির দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও কর্মমুখী শ্রম শক্তিতে পরিণত করতে জাতীয় দক্ষতা উন্নয়ন নীতি ২০১১ অনুমোদন করেছে।

এ নীতি বাস্তবায়নে সরকার দেশের সরকারি-বেসরকারি দক্ষতা প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর যথাযথ মান নিশ্চিতকরণ এবং দেশ ও বিদেশের শ্রম বাজারের চাহিদা মাফিক শিক্ষা ও প্রশিক্ষণ নিশ্চিতকরণে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘জাতীয় দক্ষতা উন্নয়ন কাউন্সিল (এনএসডিসি) গঠন করেছে।

দেশ ও বিদেশের শ্রম বাজারে বিকাশমান এবং পরিবর্তনশীল পেশাগত দক্ষতা যথাযথভাবে প্রতিফলিত করার জন্য সরকার জাতীয় কারিগরি ও বৃত্তিমূলক যোগ্যতা কাঠামো অনুমোদন করেছে। এর আওতায় দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ ও মূল্যায়ন কার্যক্রম চালু করেছে।

এইচএস/এএইচ/পিআর

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।