সেন্ট্রাল হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর গ্রিন রোডের সেন্ট্রাল হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে লাগা এ আগুন দুপুর ২টা ১০ মিনিটে নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মিজানুর রহমান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাসপাতালটির বেজমেন্টে আগুন লেগে প্রচণ্ড ধোয়ার সৃষ্টি হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করে।
এআর/একে/আরআইপি