ঢাকা থেকে অপহৃত শিশু টঙ্গীতে উদ্ধার
রাজধানীর মিরপুর থেকে অপহৃত শিশু মীম আকতারকে (৭) টঙ্গী থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণকারী মো. নাঈমকে (২২) আটক করা হয়েছে। বুধবার দিবাগত রাতে টঙ্গী রেলওয়ে স্টেশন থেকে তাকে উদ্ধার করা হয়।
অপহৃত মীম রাজধানীর মিরপুর-১১ নম্বর এলাকার সিরাজুল ইসলামের মেয়ে। আর আটক নাঈম গাজীপুর সদর উপজেলার পাজুলিয়া এলাকার মারফত আলীর ছেলে। তিনি জয়দেবপুর এলাকায় পপকর্ন বিক্রি করেন বলে পুলিশ জানিয়েছে।
টঙ্গী রেলওয়ে জংশন ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন জানান, সন্ধ্যা ৭টার পর মীমকে নিয়ে নাঈম টঙ্গী রেলওয়ে স্টেশনে ঘোরাফেরা করছিলেন। এ সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে নাঈমকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে মীমকে অপহরণের কথা স্বীকার করেন তিনি।
তিনি আরও জানান, সকালে স্কুলে যাওয়ার পথে মিরপুর থেকে মীমকে অপহরণ করে টঙ্গীতে নিয়ে আসেন নাঈম। পরে অপহৃত ও অপহরণকারীকে রাজধানীর পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
আব্দুর রহমান আরমান/এসএস/আরআইপি