কাহারোলে অগ্নিকাণ্ডে ২০টি দোকান পুড়ে ছাই


প্রকাশিত: ০৪:২৯ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৬

দিনাজপুরের কাহারোলে অগ্নিকাণ্ডে মালামালসহ ২০টি দোকান পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার ভোর ৫ টায় উপজেলার রসুলপুর ইউনিয়নের বলেয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা সুকুমার রায় জানান, চায়ের দোকানদার ভৈরব রায় রাতে চুলার উপর খড়ি শুকাতে দিয়ে বাড়ি যায়। তাপে চুলার উপরে রাখা খড়িতে আগুন ধরে যায়। আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা ছুটে আসে। ততক্ষণে আগুন পুরো বাজারে ছড়ি পড়ে। এতে সোহেল রানার মুদির দোকান, মোজাম্মেল হকের ধান চালের দোকান, মো. শামীমের কসমেটিকসের দোকান, গৌরাঙ্গ রায়ের কসমেটিকস এবং কাপড়ের দোকানসহ মোট ২০টি দোকানঘর মালামালসহ পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে দিনাজপুর সদর, বোচাগঞ্জ উপজেলা এবং ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলাসহ ৩টি স্টেশনের ফায়ার সার্ভিস দল এসে সকাল ৭টা ৪০মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

Dinajpur-Pic
ক্ষতিগ্রস্ত দোকান মালিক মো. শামীম জানান, দোকানের কোনো মালামাল বের করা সম্ভব হয়নি। ঘরসহ দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। মালামালসহ দোকান ঘরটি পুড়ে যাওয়ায় আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

ফায়ার স্টেশনের সহকারী পরিচালক নুর হাসান আহমেদ জানান, চায়ের দোকানের চুলায় রক্ষিত খড়ি থেকে এ আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে  আনুমানিক ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Dinajpur-Pic
কাহারোল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে।

এমদাদুল হক মিলন/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।