ওয়ান ওয়ে হচ্ছে আশুলিয়ার বাইপাইল সড়ক


প্রকাশিত: ০২:৫৬ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৬

পোশাক শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে আশুলিয়া থানার ধউর থেকে বাইপাইল সড়ক ওয়ান ওয়ে করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার রাজধানীর সচিবালয়ে বিজিএমইএ প্রতিনিধি দল সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা জানান।
 
বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে সাক্ষাৎকালে বিজিএমইএর প্রতিনিধি দলটি আশুলিয়া, জিরাবো ও বাইপাইল এলাকায় বিরাজমান কিছু সড়ক সমস্যা, যেগুলো পোশাক শিল্পে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে সেগুলো দ্রুত সমাধানের বিষয়ে মন্ত্রীকে অনুরোধ জানান।
 
এ সময় মন্ত্রী বলেন, বাইপাইল সড়কটি ওয়ান ওয়ে করে দেয়া হবে। শ্রমিকদের কারখানায় আসা-যাওয়ার সময়ে সকাল ৭টা থেকে ৯টা এবং বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ধউর থেকে বাইপাইল পর্যন্ত সড়কে দূর পাল্লার বাস চলাচল শিথিলকরণের বিষয়টি বিবেচনাধীন রয়েছে।

মন্ত্রী আরো বলেন, আশুলিয়া ব্রীজ থেকে বাইপাইল পর্যন্ত ৭ কিলোমিটার সড়কের মেরামতের জন্য বাজেট অনুমোদন ও বরাদ্দ হয়ে গেছে। দ্রুত এর মেরামতের কাজ শুরু হবে।

তিনি বলেন, এ এলাকার গুরুত্বের কথা ভেবে সরকার এখানে এলিভেটেড এক্সপ্রেস নির্মাণ করতে যাচ্ছে। ইতোমধ্যে এ কার্যক্রমের আওতায় প্রাথমিক জরিপ কাজ ও আনুষঙ্গিক কার্যাবলি সম্পাদন করা হয়েছে।

এছাড়া জিরাবো থেকে জামগড়া এলাকায় ট্রাফিক জ্যাম কমানোর জন্য এ এলাকায় সড়কের দু’ধারে অবৈধ দখলদারের উচ্ছেদ করতে মন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
 
বৈঠকে বিজিএমইএ সভাপতি গাজীপুর চৌরাস্তা থেকে কোনাবাড়ী বিসিক এলাকা হয়ে ৪-লেন সড়ক নির্মাণ কার্যক্রম যাতে দ্রুত শেষ করা হয় এবং রাস্তার দুই পার্শ্বে অবস্থিত পোশাক শিল্প ভবন/স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে লক্ষ্য রাখতে মন্ত্রীকে অনুরোধ জানান।
 
বিজিএমইএ’র প্রতিনিধিদলে অন্যান্যদের মধ্যে বিজিএমইএ’র সহ-সভাপতি এস এম মান্নান (কচি), আইডিএস গ্রুপ এর ব্যবস্থাপনা পারিচালক ইদ্রিস শাকুর, বিজিএমইএ’র সিনিয়র অতিরিক্ত সচিব মুনসুর খালেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
 
এসআই/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।