অবসর নিতে বাধ্য হয়েছিলেন চন্দরপল!


প্রকাশিত: ০২:৩৬ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৬

সপ্তাহখানেক আগেই অবসরের ঘোষণা দিয়েছিলেন ক্যারিবীয় ক্রিকেটের কিংবদন্তী ব্যাটসম্যান শিবনারায়ন চন্দরপল। গত বছরের মে থেকে আর জাতীয় দলের হয়ে খেলতে পারছিলেন না। বয়সটাও বাধা মানছে না। হু হু করে বেড়েই চলেছে। ৪১ পার হয়েছে কিছুদিন আগেই। সবাই ভেবেছিল, এ কারণেই ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন চন্দরপল।

তবে চন্দরপলের অবসরের পর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকটে বোর্ডের কড়া সমালোচনা করেছিলেন আরেক কিংবদন্তী ব্রায়ান লারা। চন্দরপলকে যোগ্য সম্মান দিয়ে বিদায় দেয়া হয়নি বলে দাবি করেন তিনি। এরপরই সম্ভবত সাহসটা পেয়েছেন ক্যারিবীয় ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী এই ক্রিকেটার। সরাসরিই তিনি দাবি করলেন, অবসর নিতে তাকে বাধ্য করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

মূলতঃ দুবাইতে মাস্টার্স চ্যাম্পিয়ন্স লিগ খেলার জন্যই তাকে অবসরে যেতে বাধ্য করা হয়। ক্যারিবীয় ক্রিকেট বোর্ডের কাছে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) চেয়েছিলেন চন্দরপল। বোর্ড তাকে শর্ত দিয়েছিল, এনওসি নিতে হলে, ২৩ জানুয়ারির মধ্যে অবসর ঘোষণা করতে হবে। তবেই তিনি এনওসি পাবেন।

বাধ্য হয়েই শেষ পর্যন্ত ২৩ জানুয়ারি অবসর ঘোষণা করেন চন্দরপল। মিডিয়ার সামনে এ কথা জানিয়ে চন্দরপল বলেন, `জাতীয় দলের হয়ে খেলতে না পারি, ঘরোয়া ক্রিকেটে তো আরও কিছুদিন খেলতে পারবো। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও, আমি ঘরোয়া ক্রিকেটের খেলে যেতে চাই।`

চন্দরপল নিজেই জানিয়েছেন, `আমি ইতিমধ্যেই গায়ানার সঙ্গে কথা বলেছি। তারাও আমাকে আশ্বাস দিয়েছে, খেলানোর ব্যাপারে। এই মাসেই বেশ কয়েকটি ম্যাচ রয়েছে তাদের। ওই ম্যাচগুলোতে খেলার ব্যাপারে কথা-বার্তা বলে যাচ্ছি।`

ক্যারিবীয় ক্রিকেটে ব্রায়ান লারার পর সোনালি যুগের শেষ প্রদীপটা চন্দরপল হয়েই যেন নীভু নীভু জ্বলে চলছিল। তার অবসরের মধ্য দিয়ে সেই বাতিটাও নিভে গেলো। আন্তর্জাতিক ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রায় ২০ হাজার রান করেছেন তিনি। খেলেছেন ১৬৪ টেস্ট।

এই ১৬৪টি টেস্ট খেলে তার ব্যাট থেকে এসেছে ৩০টি সেঞ্চুরি, সর্বোচ্চ ২০৩। ৫১.৩৭ গড়ে রান করেছেন ১১ হাজার ৮শ ৬৭। ২৬৮ ওয়ানডেতে ৪১.৬০ গড়ে তার সংগ্রহ ৮ হাজার ৭শ ৭৮ রান, আছে ১১টি সেঞ্চুরি। আন্তর্জাতিক ক্রিকেটে ২০ হাজার ৯৮৮ রান।  

আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।