মেলায় ঢাবি প্রকাশনা সংস্থার পাঁচ নতুন বই


প্রকাশিত: ০২:২৪ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৬

বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত অমর একুশে বই মেলায় এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রকাশনা সংস্থা পাঁচটি নতুন বই নিয়ে মেলায় হাজির হয়েছে। ১৮ ও ১৯নং স্টলে বিভিন্ন বই নিয়ে এবার মেলায় হাজির হয়েছেন তারা।

নতুন পাঁচটি বই হলো : বাংলা সাহিত্য আঞ্চলিক উপন্যাস, লিখেছেন গিয়াস শামীম, মূল্য তিনশ’ পয়তাল্লিশ টাকা। প্রাচীন বাংলার জনপদও বৌদ্ধ ঐতিহ্য, লিখেছেন মোহাম্মদ আশিকুজ্জামান খান কিরণ, মূল্য তিনশ’ টাকা। আধুনিক বাংলা কবিতা বুদ্ধ প্রসঙ্গ, লিখেছেন ড. বেলুরানী বড়ুয়া, মূল্য চারশ’ পঁচিশ টাকা। পালি মঞ্জুসা; ড. বিমান চন্দ্র বড়ুয়া, মূল্য চারশ’ ষাট টাকা। উইমেন রিপ্রোডাক্টিভ ইলনেন; ক্যাপিটাল অ্যান্ড হেলথ সিকিং, বইটির লেখক ফারহানা বেগম, মূল্য পাঁচশ’ চল্লিশ টাকা।

DU-Mala
মেলা উপলক্ষে ২৫ শতাংশ ছাড়ে বইগুলো কিনতে পারবেন মেলায় আগত বইপ্রেমীরা। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশনা সংস্থার অন্য বইগুলোও ছাড়ে কেনার সুযোগ রয়েছে বই মেলা থেকে।

এএসএস/এমএম/এমএইচ/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।