গ্রন্থমেলায় বই কেনার অনুভূতিই অন্যরকম


প্রকাশিত: ০২:১৭ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৬

‘ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশেই বাংলা একাডেমি। চাইলেই যে কোনো সময় সরাসরি এসে এখান থেকে বই কেনার সুযোগ রয়েছে। কিন্তু অমর গ্রন্থমেলায় এসে বই কেনার অনুভূতিই অন্যরকম। তাই মেলায় এসেই বই কেনার আগ্রহ সেই প্রথম বর্ষ থেকেই।

কথাগুলো বলছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আনোয়ার জাহিদ। তিনি সমাজবিজ্ঞান বিভাগ থেকে সদ্য মাস্টার্স শেষ করেছেন। থাকছেন শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে।

বুধবার বিকেলে বাংলা একাডেমির মেলা প্রাঙ্গণে কথা হয় জাগো নিউজের সঙ্গে। এসময় তিনি মেলা থেকে বই কেনার অনুভূতির কথা জানান।

মেলা শুরুর প্রথমদিনও অমর একুশে বইমেলায় এসেছেন জানিয়ে আনোয়ার জাহিদ বলেন, আজ (বুধবার, তৃতীয় দিন) মেলায় এসে তিনি আইনকোষ বইটি কিনেছেন।

একাডেমিক বই ছাড়াও ইতিহাস ও রাজনীতি সংশ্লিষ্ট বই পড়তে খুবই পছন্দ করেন বলেও জানান তিনি।

পরিসর বাড়িয়ে ঐতিহাসিক সৌহরাওয়ার্দী উদ্যানে মেলার সম্প্রসারণ করায় সন্তোষও প্রকাশ করেন বইপ্রেমী ওই শিক্ষার্থী।

এমএম/একে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।