অনলাইন পত্রিকাগুলোর আরও মান বাড়ানো উচিত : ঢাবি উপাচার্য


প্রকাশিত: ১২:৪৮ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, দেশের গণমাধ্যম অনেক এগিয়েছে। এজন্য বিভিন্ন গণমাধ্যমকর্মীর সংবাদের পেছনের সংবাদও পরিবেশন করা উচিত। ইন্টারনেটের এই যুগে কাগজে প্রিন্ট হওয়া পত্রিকা কিছুটা আকর্ষণ হারালেও তা বিলুপ্ত হওয়ার কোনো আশঙ্কা নেই। তবে অনলাইন পত্রিকাগুলোর আরও মান বাড়ানো উচিত।

বুধবার সকালে পঞ্চগড় সার্কিট হাউসে মতবিনিময়কালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

Panchagarh-VC
তিনি বলেন সরকার আন্তরিক হলে পঞ্চগড় বিশেষ অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে উঠতে পারে। কারণ এই জেলা নানাভাবে সমৃদ্ধ। কৃষি, ব্যবসা, পর্যটন ছাড়াও বিশেষ করে বাংলাবান্ধা স্থলবন্দর দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মতবিনিম অনুষ্ঠানে পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমেদ, সহকারী কমিশনার শাহীন রেজা, প্রেসক্লাবের সভাপতি এ রহমান মুকুলসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক গণমাধ্যমের স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Panchagarh-VC
এর আগে জেলার তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত ২য় পঞ্চগড় জেলা রোভার মুটের মহাতাবু জলসা ও সমাপনি অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার তিনি পঞ্চগড়ে আসেন।

মাদক মুক্ত প্রজন্ম গঠনে রোভারিং-এই স্লোগান নিয়ে আয়োজিত স্কাউট সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বুদ্ধিদীপ্ত চেতনায় মাদকমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তুলতে স্কাউটের সুশৃঙ্খল জীবন সহায়ক ভূমিকা পালন করবে।

Panchagarh-VC
জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনি অনুষ্ঠানে পঞ্চগড় পৌরসভার মেয়র তৌহিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, তেঁতুলিয়া উপজেলার চেয়ারম্যান রেজাউল করিম শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সফিকুল আলম/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।