বইমেলায় আহমাদ স্বাধীনের `রোদের ছানা মেঘের ডানা`


প্রকাশিত: ১০:১২ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৬

আহমাদ স্বাধীন। এ সময়ের প্রতিশ্রুতিশীল তরুণ ছড়াকার। লিখে চলেছেন দুর্বার গতিতে। তার ছড়ায় আছে অন্যরকম রিদম। ছন্দ এবং অন্তমিলের দারুণ সম্মিলন। শিশু কিশোর সাহিত্য রয়েছে তার ভিন্ন মাত্রার সংযোজন, তারই ধারাবাহিকতায় এবারের বই মেলায় প্রকাশ হয়েছে - কিশোর ছড়া/ কবিতার বই, `রোদের ছানা মেঘের ডানা`।

মনিরুজ্জামান পলাশের আঁকা প্রচ্ছদে তিন ফর্মার বইটিতে রয়েছে ভিন্ন ভিন্ন আঙ্গিকের একচল্লিশ টি ছড়া কবিতা। যা আপনাকে নিয়ে যাবে শৈশবে কিংবা আপনার ভেতরে জাগিয়ে তুলবে দেশপ্রেম ও মাতৃভক্তি, যেমন, - একটা ছোট জোয়ার ভাঁটার নদী / গানের মতইই গীতল নদীর বাঁক/ ওখানটাতেই আমার কিশোর বেলা/ রঙ্গিন মায়ায় জড়িয়ে আছে, থাক! (আমার কিশোর কাল)

shadhinআমার কাছে মা ও বাবা/ নির্ভরতার সবুজ ডানা/ এই দু ডানায় ভর করে রোজ/ সব কিছু হয় আমার জানা! (সবুজ ডানা)

তোমরা জানো আমার আছে/ সব`চে বড় কি জয়?/ আর কিছু নয় বাংলাদেশের/ স্বাধীনতার বিজয়! ( জয় দেখেছি)

বাঁশের বনে রৌদ্র ছায়ার/ অবাক লুকোচুরি/ কোকিল ডেকে বলছে আমার/ সুর হয়েছে চুরি! (কোকিলের সুর চুরি)

ভর দুপুরে বইছে যখন/ মাতাল ঝড়ো হাওয়া/ ভুলেই গেলাম নিয়ম মাফিক/ আমার নাওয়া খাওয়া/ তুলাতলীর নদীর ঘাঁটে/ হিজল গাছের শাখা / তরতরিয়ে উঠে দেখি/ দু হাত আমার পাখা! (জল বাঁলিহাস)

এমন সব মুগ্ধ করা ছড়া কবিতার সমাহারে বইটি প্রকাশ করেছে সিদ্দিকীয়া পাবলিকেশন্স, চমৎকার বোর্ড বাইন্ডিং এ এই বইটির বিনিময় মূল্য রাখা হয়েছে বিশেষ কমিশন বাদ দিয়ে নব্বই টাকা মাত্র।

এইচএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।