গণতন্ত্রের কথা বলার কারণে খালেদার বিরুদ্ধে মামলা : দুদু


প্রকাশিত: ০৭:৫৭ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৬

খালেদা জিয়া গণতন্ত্রের কথা বলার কারণেই তার বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদু। বুধবার দুপুরে নয়াপল্টনস্থ ভাসানী ভবনে এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, আইয়ুব খানের কাছে গণতন্ত্র চাওয়ার কারণে মুজিবের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছিল। তাতে কি হয়েছিল সবাই জানেন। তেমনি খালেদা জিয়া গণতন্ত্র চাওয়াতে তার বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে।

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে দুদু আরো বলেন, উন্নয়নের মাধ্যমে দুধের নহর বইয়ে দিয়েছেন, তাহলে একটা নির্বাচন দিলে সমস্যা কি? কৃষকরা জেগে উঠলে আপনি (শেখ হাসিনা) দৌড়ে পালাতে পারবেন না বলেও মন্তব্য করেন তিনি।

খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে জাতিয়তাবাদী কৃষকদল ঢাকা মহানগরীর প্রতিবাদ সভাটির আয়োজন করে।

এমএম/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।