টেকনাফ স্থলবন্দরে লক্ষ্যমাত্রার দ্বিগুণ রাজস্ব আদায়


প্রকাশিত: ০৩:১৮ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০১৬

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে ২০১৬ সালের জানুয়ারি মাসে লক্ষ্যমাত্রার দ্বিগুণের অধিক রাজস্ব আদায় হয়েছে। ২৯৫টি বিল অব এন্ট্রির বিপরীতে আদায় হয়েছে ১২ কোটি ৮ লাখ ৯৬ হাজার ৪৮ টাকা। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৬ কোটি ৯২ লাখ ৯৬ হাজার ৪৮ টাকা বেশি। গত মাসে মিয়ানমার থেকে আমদানি হয়েছে ৩৯ কোটি টাকার পণ্য।

কাস্টমস সূত্রে জানা যায়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানুয়ারি মাসে টেকনাফ স্থলবন্দরে পাঁচ কোটি ১৬ লাখ টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল।

অপরদিকে, ৮৩টি বিল অব এক্সপোর্টের বিপরীতে জানুয়ারি মাসে ৩ কোটি ১৬ লাখ ৪৪ হাজার ৯৭৪ টাকার পণ্য মিয়ানমারে রফতানি করা হয়েছে।

টেকনাফ স্থলবন্দর শুল্ক কর্মকর্তা নু-চ-প্রু জানান, গেল মাসে সার্ভার ক্রুটির কারণে পাঁচ দিনের মতো কার্যক্রম বন্ধ থাকলেও এই মাসে স্থলবন্দর ব্যবসায়ীরা মিয়ানমার থেকে প্রচুর পরিমাণে শুটকি, আচার ও কাঠ আমদানি করায় এতো বিপুল পরিমাণ রাজস্ব আয় সম্ভব হয়েছে।

তবে আমদানির বিপরীতে রফতানি মূল্য আশানুরূপ না হওয়ায় বাণিজ্য ঘাটতি বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

সায়ীদ আলমগীর/এআরএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।