কোর্ট কর্মচারীদের জন্য আবাসিক ভবনের প্রস্তাব প্রধান বিচারপতির
সুপ্রিমকোর্ট কর্মচারীদের জন্য বহুতল ভবন নির্মাণের প্রস্তাব দিয়েছেন প্রধান বিচারতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা। মঙ্গলবার দুপুর ১টায় সুপ্রিমকোর্টের পরিত্যক্ত রাস্তা এবং আবাসিক এলাকা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
সোহরাওয়ার্দী পার্ক ও তিন নেতার মাজার সংলগ্ন পুরাতন রাস্তা এবং সুপ্রিমকোর্টের দক্ষিণ পশ্চিম কোনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পাশে অবস্থিত আবাসিক এলাকা মঙ্গলবার পরিদর্শন করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা।
আবাসিক স্থল এবং পুরাতন রাস্তায় তাৎক্ষণিক পরিদর্শনে গিয়ে প্রধান বিচারপতি কোর্টের সার্বক্ষণিক নিয়োজিত কর্মচারীদের আবাসিক ভবন তৈরির কথা বলেন।
পুরাতন রাস্তাটি পরিত্যক্ত অবস্থায় ময়লা আবর্জনার দখলে ছিল। ওই রাস্তা ২২ ফুট পর্যন্ত প্রশস্ত করা, বিচাপতি এবং আইনজীবীদের যাতায়াতের উপযোগী করার কথা বলেন।
প্রধান বিচারপতির একান্ত সচিব জেলা ও দায়রা জজ মো. আনিসুর রহমান জাগো নিউজকে বলেন, দক্ষিণ-পশ্চিম কোনাকোনি সুপ্রিমকোর্টের স্টাফদের জন্য একটি আবাসিক ভবন করার প্রস্তাব করেন। এ সংক্রান্ত একটি প্রতিবেদন তৈরি করে গণপূর্ত মন্ত্রণালয়ে সঙ্গে যোগাযোগ করার জন্য যথাযত কর্তৃপক্ষকে বলেন প্রধান বিচারপতি।
সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম বলেন, তিন নেতার মাজারের পাশ ঘেষে পুরাতন রাস্তাটি আবার সচলের জন্য মঙ্গলবার দুপুরে পরির্দশনে যান প্রধান বিচারপতি। তবে কোর্টের কর্মচারীদের জন্য বহুতল আবাসিক (বাসস্থান) করা হবে কি না সেটা এখনো চূড়ান্ত হয়নি। প্রাথমিক আলোচনা হয়েছে মাত্র বলেও জানান তিনি। তবে সেখানে উন্নয়নমূলক কাজ চলছে।
পরে প্রধান বিচারপতি সুপ্রিমকোর্ট চত্বর ঘুরে আপিল বিভাগে ওনার নিজের চেম্বারে ফিরেন।
এফএইচ/এসকেডি/এএইচ