নারী কেলেঙ্কারির দায়ে পুলিশ কনস্টেবল বদলি
চট্টগ্রাম আদালতে নারী কেলেঙ্কারির দায়ে নাজিম উদ্দিন নামে এক পুলিশ কনস্টেবলকে বদলি করা হয়েছে। আদালতপাড়ায় পুলিশ মেসের ম্যানেজার হিসেবে দায়িত্ব ওই কনস্টেবলের বিরুদ্ধে আনিত অভিযোগের তদন্ত শুরু হয়েছে।
মঙ্গলবার ওই কনস্টবলকে বদলি করে বন্দর বিভাগে পাঠানোর আদেশ দিয়েছেন নগর পুলিশের উপ-কমিশনার (সদর) ফারুক আহমেদ।
তিনি গণমাধ্যমকে বলেন, আদালতে সম্ভবত কোনো সমস্যা হয়েছিল। প্রশাসনিক কারণে বদলির সুপারিশ আসার পর কনস্টেবল নাজিম উদ্দিনকে বন্দর বিভাগে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১১ সাল থেকে নাজিম উদ্দিন চট্টগ্রাম আদালতে কর্মরত ছিলেন। গত শনিবার রাতে আদালতের পুলিশ মেসে ভাঙচুরের ঘটনা ঘটে। নাজিম উদ্দিনের সঙ্গে আদালত এলাকার ভাসমান এক নারীর বাকবিতণ্ডার জেরে এ ভাঙচুর হয়েছে বলে তথ্য পান নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী।
এছাড়া ওই নারীকে নাজিম উদ্দিন ধর্ষণ করেছে বলে আদালতপাড়ায় খবর ছড়িয়ে পড়ে। উক্ত নারীও বিভিন্ন জনের কাছে গিয়ে মৌখিকভাবে এ অভিযোগ করার পর নাজিমের বিরুদ্ধে তদন্ত শুরু করে পুলিশ।
‘ওই নারী আমাদের কাছে লিখিত কোনো অভিযোগ করেননি। এরপরও যেহেতু অভিযোগ উঠেছে বিষয়টি আমরা খতিয়ে দেখছি। আর নাজিম উদ্দিন মেসের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছে না। এর আগেও তার সঙ্গে অনেকের ঝগড়া হয়েছে। প্রশাসনিক কারণে তাকে বদলির সুপারিশ করেছি।’ বলেন নির্মলেন্দু।
জীবন মুছা/একে/আরআইপি