চাকরি স্থায়ীকরণের দাবিতে বিমা শ্রমিকরা আন্দোলনে


প্রকাশিত: ০৮:১৫ এএম, ০২ ফেব্রুয়ারি ২০১৬

চাকরি স্থায়ীকরণের দাবি নিয়ে আন্দোলনে নেমেছেন সাধারণ বিমা করপোরেশনের শ্রমিক-কর্মচারীরা। মঙ্গলবার সকাল থেকে দিলকুশায় সাধারণ বিমা ভবনের সামনে অবস্থান নিয়েছেন শত শত শ্রমিক কর্মচারী।

বাঁচতে চাই, বাঁচতে দাও- এমন স্লোগানে অবস্থান নেয়া শ্রমিকরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাবেন।  

সকাল থেকে কর্মবিরতি চালিয়ে আসা এ শ্রমিক-কর্মচারীরা দুপুর ১২টার দিকে অবস্থান নেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের দফতরের সামনে।

শ্রমিকরা বলছেন, দৈনিক ১২৫ টাকা মজুরিতে কাজ করেন তারা। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির এ বাজারে এত কম মজুরি দিয়ে প্রতিষ্ঠানটি অমানবিক আচরণ করছে। যে শ্রমিকরা ১২ থেকে ১৫ বছর ধরে কাজ করছেন, তাদের চাকরি এখানো স্থায়ীকরণ করা হয়নি। তাদের চাকরি স্থায়ীকরনের দাবি জানান শ্রমিকরা।  

সাধারণ বিমায় ৫ শতাধিক পদ শূন্য থাকার পরও নিয়োগ দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

মানিক নামে এক কর্মচারী জানান, শ্রম আদালতে শ্রমিকদের পক্ষে রায় দেয়ার পরও শ্রমিকদের চাকরি স্থায়ী না করে হয়রানি করা হচ্ছে।  

শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারী প্রশ্ন রাখেন, এতো কম বেতনে শ্রমিকরা কীভাবে চলে? এ বিষয়ে শ্রম আদালত শ্রমিকদের পক্ষে রায় দিয়েছে। কর্তৃপক্ষ এখন উচ্চ আদালতে গেছে।  

শ্রমিকদের দাবি-দাওয়ার বিষয়ে জানতে চাইলে সাধারণ বিমা করপোরেশনের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক শামিম আক্তার বলেন, শ্রমিকদের চাকরি স্থায়ীকরণ ও বেতন বাড়ানোর দাবিটি দীর্ঘদিনের। বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। আজকের আন্দোলনের বিষয়ে তিনি বলেন, বিষয়টি অফিসিয়ালি বসে সুরাহা করবো।

এসআই/এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।