দিনাজপুর শিক্ষা বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ৩০৬ পরীক্ষার্থী


প্রকাশিত: ১০:১৭ এএম, ০১ ফেব্রুয়ারি ২০১৬

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের আট জেলায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষায় ৩০৬ জন অনুপস্থিত রয়েছে। গড় অনুপস্থিতির হার ০.২৩ শতাংশ। যা গতবার ছিল ০.৩৯ শতাংশ। গতবারের চেয়ে অনুপস্থিতির হার ১৬ শতাংশ কম।

এবার বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নেয়ার কথা এক লাখ ৩৪ হাজার ১৬৭ জন পরীক্ষার্থী। কিন্তু অংশগ্রহণ করে এক লাখ ৩৩ হাজার ৮৬১ জন পরীক্ষার্থী । ৩০৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে।

এর মধ্যে রংপুরে ৬২, গাইবান্ধয়ে ৪৯, নীলফামারীতে ২৪, কুড়িগ্রামে ৪৮, লালমনিরহাটে ২৮,দিনাজপুরে ৪৯, ঠাকুরগাঁও ২২ ,পঞ্চগড়ে ২৪ জন অনুপস্থিত রয়েছে।

গত বছর বাংলা প্রথম পত্র পরীক্ষার্থী ছিল এক লাখ ২১ হাজার ১২ জন। যার মধ্যে এক লাখ ২০ হাজার ৫৪৩ জন অংশগ্রহণ করে। অনুপস্থিত ছিল ৪৬৯ জন। কোন বহিষ্কার ছিল না।

এমদাদুল হক মিলন/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।