নাটোরে অস্ত্র ও গুলিসহ আটক ১
নাটোরের বড়াইগ্রামে একটি বিদেশি রিভলবার ও ৪ রাউন্ড গুলিসহ কাজল হোসেন নামে র্যাবের এক সোর্সকে আটক করেছে র্যাব-৫ এর সদস্যরা। সোমবার উপজেলার মৌখাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক কাজল হোসেন একই উপজেলার কালিকাপুর গ্রামের আফতাব হোসেনের ছেলে। এ ঘটনায় আটক কাজল হোসেনসহ দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-৫ বাগমাড়া ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রেজা ও বড়াইগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর সদস্যরা বড়াইগ্রাম উপজেলার মৌখাড়ার মৃত ইব্রাহিম শেখের ছেলে আব্দুল মজিদ শেখের বাড়িতে অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে আব্দুল মজিদের রান্নাঘরে খড়ের গাদা থেকে একটি বিদেশি রিভলবার ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কাজল হোসেনকে আটক করা হয়। পরে আটক কাজল হোসেনকে বড়াইগ্রাম থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় আটক কাজল হোসেন ও আব্দুল মজিদ শেখের বড় ভাই আব্দুর রশিদ শেখের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
রেজাউল করিম রেজা/এসএস/এমএস