মাঠে ফিরলেন মুশফিক


প্রকাশিত: ০১:২২ পিএম, ৩১ জানুয়ারি ২০১৬
ফাইল ছবি

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইনজুরিতে পড়েছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহীম। ফলে শেষ দুই ম্যাচ না খেলেই ঢাকা ফিরতে হয়েছিল তাকে। তবে জিম্বাবুয়ে সিরিজ শেষে অনুশীলনের দ্বিতীয় দিন থেকেই দলের সঙ্গে খুলনার ক্যাম্পে যোগ দিয়েছিলেন তিনি; কিন্তু ২৭ জানুয়ারি প্রথম দুই প্রস্তুতি ম্যাচের একটিতেও খেলেননি মুশফিক। যদিও ইনজুরি কাটিয়ে রোববার প্রথমবার প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছেন মিস্টার ডিপেন্ডেবল।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বাংলাদেশ সবুজ দলের হয়ে মাঠে নেমে ম্যাচের পুরো সময় কিপিং করেছেন মুশফিক। আর গ্লাভস হাতে মাঠেও বেশ সাবলীল ছিলেন এই দেশ সেরা ব্যাটসম্যান। শুধু তাই নয়, আবু হায়দার রনির বলে ঝাঁপিয়ে পড়ে নুরুল হাসান সোহানের ক্যাচও গ্লাভসবন্দী করেছেন তিনি।

যদিও ব্যাট হাতে কারিশমা দেখানোর সুযোগই পাননি তিনি। আগেই যে তার দল জয়ের বন্দরে পৌঁছে যায়। তার ইনজুরি নিয়ে টিমের ফিজিও বলেন, ‘সে (মুশফিক) প্রায় সম্পূর্ণই সেরে উঠেছে। এজন্য আজ তাকে খেলানো হয়েছে।’

আরটি/আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।