নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে : জনপ্রশাসনমন্ত্রী


প্রকাশিত: ০১:০০ পিএম, ৩১ জানুয়ারি ২০১৬

জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানিয়েছেন, নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০১০ (সংশোধিত) ক্যাডার পদ ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের চাহিদার ভিত্তিতে ৮ম, ৯ম এবং ১০ গ্রেডে ( ১ম ও ২য় শ্রেণি) নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

রোববার সন্ধ্যায় জাতীয় সংসদে নোয়াখালী-৩ আসনের মো. মামুনুর রশীদের এক সম্পূরক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

সৈয়দ আশরাফ বলেন, সরকারি কর্মকমিশন কর্তৃক বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে মেধাক্রম অনুযায়ী বিভিন্ন ক্যাডারের শূন্য পদে  সুপারিশ করা হতো। অবশিষ্ট উত্তীর্ণ প্রার্থীদের চাকরির বিধান ছিল না।

মন্ত্রী জানান, ৩৪তম বিসিএস এ মৌখিক ও লিখিত পরীক্ষায় ৮ হাজার ৭৬৩ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ২ হাজার ১৭৫ জন প্রার্থীকে ক্যাডার পদে সুপারিশ করা হয়েছে। সুপারিশকৃত প্রার্থীদের শিগগিরই জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নিয়োগ প্রদান করা হবে।

বাকি পদগুলো বিভিন্ন মন্ত্রণালয় হতে চাহিদা অনুযায়ী সরকারি কর্মকমিশন ৮ম, ৯ম এবং ১০ গ্রেডে (১ম ও ২য় শ্রেণি) নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ প্রদান করা হবে বলেও জানান জনপ্রশাসনমন্ত্রী।
 
এইচএস/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।