শাবিতে আরো একটি নতুন বিভাগ চালু হচ্ছে


প্রকাশিত: ১২:০৩ পিএম, ৩১ জানুয়ারি ২০১৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী ২০১৬-১৭ শিক্ষবর্ষ থেকে চালু হচ্ছে সমুদ্র বিজ্ঞান বিভাগ নামে একটি নতুন বিভাগ। রোববার বিশ্ববিদ্যালয়ের ১৯৫তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভাগটি চালু হলে শাবিতে বিভাগের সংখ্যা হবে ২৭টি।

উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, সবকিছু ঠিক থাকলে আগামী শিক্ষাবর্ষ থেকেই বিভাগটি চালু হবে।

উপাচার্যের সভা কক্ষে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় আরোও উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস,ফিজিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. সাবিনা ইসলাম, দ্বিতীয় ছাত্র হলের প্রভোস্ট ড. এস এম হাসান জাকিরুল ইসলাম,শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হেলাল ইদ্দিন এবং সিন্ডিকেটের সদস্য সচিব রেজিস্ট্রার ইশফাকুল হোসেনসহ অন্যান্য সিন্ডিকেট সদস্যরা।

আব্দুল্লাহ আল মনসুর/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।