শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলা শহীদদের প্রতি অবমাননা


প্রকাশিত: ০৯:৩৭ পিএম, ৩০ জানুয়ারি ২০১৬

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে। আমরা লড়াই করছি সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে, যারা বাংলাদেশ চায়নি, স্বাধীনতা চায়নি; যারা মানুষ পুড়িয়ে মারছে, রাজনীতিবিদ, শিল্প-সাহিত্যিক, লেখক-সাংবাদিকদের হত্যা করছে। এই অপশক্তিকে রুখতে হবে।’

শনিবার বিকেলে সুনামগঞ্জে প্রায় ১০কোটি টাকা ব্যয়ে নির্মিত জেলা শিল্পকলা একাডেমি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহান মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক করার কোনো অবকাশ নেই বলে জানিয়েছেন মন্ত্রী বলেন, এর সঙ্গে আমাদের আবেগ, আমাদের সংগ্রাম, আমাদের ত্যাগ সব কিছু জড়িত। তাই এটি যারা করেন, তারা ইচ্ছা করেই করেন।

সংস্কৃতিমন্ত্রী আরও বলেন, শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলা শহীদদের প্রতি অবমাননা। যারা বাংলার মাটিতে রাজনীতি করতে চান, দেশের মানুষকে নিয়ে রাজনীতি করতে চান বা যারা দাবি করছেন বাংলাদেশের জন্য রাজনীতি করছেন, তাদেরকে মুক্তিযুদ্ধ, জাতির পিতা, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধদের প্রতি সম্মান রেখেই রাজনীতি করতে হবে। যারা এই সম্মান করতে পারবেন না তাদের এই দেশে রাজনীতি করার অধিকার নেই।

"
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘যে শিশু গান শোনে না, কবিতা পড়ে না, ছবি আঁকে না, আকাশ দেখে না, সে বিকশিত হতে পারে না। আমরা আলোকিত সমাজ, আলোকিত প্রজন্ম চাই। আলোকিত প্রজন্মই সকল অন্ধকার রুখে দেবে।’

গণমাধ্যমের উদ্দেশ্যে মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘সুনামগঞ্জের গুণী মানুষ শাহ্ আব্দুল করিম কেবল বাংলা ভাষাভাষী নয়, অন্য ভাষার মানুষের কাছেও জনপ্রিয়। এ বছর তার শততম জন্মবার্ষিকী জাতীয়ভাবে পালনের জন্য কমিটি হয়েছে। দেশের প্রতিটি জেলায় তার জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান হবে, এমনকি পশ্চিমবঙ্গের কয়েকটি স্থানসহ ভারতের যেসব অঞ্চলে বাংলা ভাষাভাষী মানুষ আছেন, তারাও শাহ্ আব্দুল করিমের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান স্ব-উদ্যোগেই করবেন।’

সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে শিল্পকলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ ও শামসুন্নাহার বেগম শাহান, সংস্কৃতি সচিব বেগম আক্তারী মমতাজ, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াতক আলী লাকী, সুনামগঞ্জের পুলিশ সুপার মো.হারুন অর রশিদ।

"
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শামছুল আবেদীন, সঞ্চালনা করেন শিল্পকলা একাডেমির সহ-সাধারণ সম্পাদক পঙ্কজ দে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে জাতীয় শিশু-কিশোর সঙ্গীত প্রতিযোগিতায় তিনটি বিষয়ে প্রথম হওয়ায় সুনামগঞ্জে শিশু শিল্পী অরুনিমা দাসের হাতে জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে দেয়া ক্রেস্ট তুলে দেন মন্ত্রী আসাদুজ্জামান নূর ও এমএ মান্নান। মন্ত্রী পরে সুনামগঞ্জের ঐতিহ্য যাদুঘর এবং পিঠা উৎসবের উদ্বোধন করেন।

মন্ত্রী বিকেল ৪টায় শহরের পুরাতন কোর্ট এলাকায় সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এখানে পিঠা উৎসব উপলক্ষে দিনব্যাপি মেলা বসেছে। মেলায় ৪০টি স্টল বসেছে। তিনি পিঠা উৎসবের মেলা ঘুরে দেখেন।

ছামির মাহমুদ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।