গোয়েন্দাবৃত্তির অভিযোগে আটক ইসরায়েলি শকুনের মুক্তি
গোয়েন্দাবৃত্তির অভিযোগে আটক ইসরায়েলি একটি শকুনকে মুক্তি দিয়েছে লেবানন। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর হস্তক্ষেপে ওই পাখিকে মুক্তি দেয়া হয়েছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, শকুনটির পাখার দৈর্ঘ্য ৬ ফুট ৫ ইঞ্চি। ইসরায়েল থেকে পাখিটি সীমান্ত অতিক্রম করে লেবাননে প্রবেশ করে। এরপর মঙ্গলবার দেশটির বিনত জিবেইলের গ্রামবাসীরা ওই শকুনটিকে আটক করে। শকুনটির লেজে একটি ট্র্যাকিং ডিভাইস সংযুক্ত থাকায় এটিকে গোয়েন্দা কাজে ব্যবহার করা হচ্ছে বলে সন্দেহের সৃষ্টি হয়।
মধ্যপ্রাচ্যে পাখি সংরক্ষণ প্রকল্পের অংশ হিসেবে শকুনটিকে স্পেন থেকে নিয়ে আসা হয়েছিল। ইসরায়েল অধিকৃত গোলান হাইটসের গামলা নেচার রিজার্ভে একমাস আগে ছেড়ে দেয়া হয় বলে বন্যপ্রাণী কর্মকর্তারা জানিয়েছেন। তেল আবিব ইউনিভার্সিটি এই পাখিটিকে অনুসরণ করছিল। যে কারণে পাখিটির লেজে একটি জিপিএস ট্রান্সমিটার সংযুক্ত করে দেয়া হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, পাখিটির পায়ে একটি ধাতব রিং লাগানো ছিল।
লেবাননের গ্রামে ধরা পড়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি বন্যপ্রাণী কর্মকর্তাদের নজরে আসে। শুক্রবার ইসরায়েল এক বিবৃতিতে জানায়, জাতিসংঘ বাহিনীর বড় ধরনের সহায়তায় লেবানিজদের সঙ্গে একটি সুচিন্তিত অভিযানের মাধ্যমে ইসরায়েল নেচার অ্যান্ড পার্ক অথরিটি কিছুদিন আগে বিনত জিবেইল গ্রামে ধরা পড়া শকুনটিকে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে।
লেবাননের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শকুনটি গুপ্তচরবৃত্তিতে ব্যবহৃত হচ্ছে না এ ব্যাপারে নিশ্চিত হওয়ার পর এটিকে ছেড়ে দেয়া হয়। তবে পাখিটি দুর্বল হয়েছে পড়েছে এবং সামান্য আহত হওয়ায় চিকিৎসা দেয়া হয়েছে।
এর আগেও সৌদি আরবে গোয়েন্দাবৃত্তিতে শকুন ব্যবহারের অভিযোগ উঠে ইসরায়েলের বিরুদ্ধে।
এসআইএস