ডিএসসিসি’র ঢাকা তোমাকে ভালবাসি কর্মসূচি ১৪ ফেব্রুয়ারি


প্রকাশিত: ০৭:০৯ এএম, ৩০ জানুয়ারি ২০১৬

আগামী ১৪ ফেব্রুয়ারি ভালবাসা দিবসে ঢাকাবাসীকে শাহবাগ চত্বরে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। ডিএসসিসি চায় এই দিন সবাই শাহবাগে স্বত:স্ফূর্তভাবে উপস্থিত হয়ে বলবে, ‘আমি আমরা, আমাদের ঢাকা তোমাকে অনেক ভালবাসি’।

শনিবার সকালে রাজারবাগ পুলিশ লাইন পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধনকালে এ আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন।

তিনি বলেন, ১৪ ফেব্রুয়ারি আমরা সবাই নানাভাবে উদযাপন করি। মা-বাবা, ভাই-বোন, বন্ধু-বান্ধবসহ সবাই আমরা প্রিয়জনদের সঙ্গে সময় কাটাই। উপহার দেই। আমরা প্রিয়জনকে যেভাবে ভালবাসি, ফিল করি তেমনী আমাদের এই প্রিয় নগরী, ঐতিহ্যের নগরী ঢাকাকে ভালবাসতে হবে, ফিল করতে হবে।

মেয়র বলেন, আমি আশা করছি ঢাকাবাসী স্বত:স্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশ নেবে। এই দিন নির্ধারিত পোশাকে দায়িত্ব পালনে নিয়োজিত আইনশৃঙ্খলার সদস্যরা ছাড়া আমরা সবাই সাদা শার্ট ও সাদা শাড়িতে শাহবাগে উপস্থিত হতে চাই। ঢাকা মহানগর পুলিশ প্রশাসনও আমাদের নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে সব ধরনের সহযোগীতা দেবেন। এসময় তিনি ডিএমপি কমিশনারকেও ওই দিনের কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান।

মেয়র উপস্থিত পুলিশ সদস্যদের লক্ষ্য করে বলেন, পরিচ্ছন্নতা কর্মসূচিতে নিজেদের অবস্থানে থেকে পুলিশ ভাইয়েরাও সহযোগিতা করতে পারেন। আপনারা আপনাদের অফিস, থানা, ফাঁড়ি সব প্রাঙ্গণই পরিস্কার পরিচ্ছন্ন রাখুন।

মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই বসবাসের অনুপযোগী হতে বসা শহর ঢাকাকে নিরাপদ ও পরিচ্ছন্ন দেখতে চান। এজন্য নিজেও কাজ করছেন তিনি। রাজধানীতে মেট্রোরেল হচ্ছে। সামান্য বৃষ্টিতে রাজারবাগসহ মালিবাগ, মগবাজারে হাঁটু পানি জমে যায়। এই সমস্যা আমাদের সবার। লজ্জাও সবার। সিটি কর্পোরেশন ও ওয়াসা এই সমস্যা নিরসণে যৌথভাবে কাজ করছে। আশপাশের ডিপড্রেন, খাল, নর্দমা পরিস্কার করা হচ্ছে। আশা করছি আাগামী বৃষ্টি মৌসুমে এই সমস্যার ৫০ শতাংশ সমাধান হবে।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ।

জেইউ/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।