হাসপাতালে ভর্তি ধ্রুব এষ


প্রকাশিত: ০৭:০০ এএম, ৩০ জানুয়ারি ২০১৬

বাংলাদেশের প্রখ্যাত প্রচ্ছদ শিল্পী ধ্রুব এষকে শারীরিক অসুস্থতাজনিত কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে তাকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলা প্রকাশের ঊর্ধ্বতন কর্মকর্তা হুমায়ূন কবির ঢালী জাগো নিউজকে বলেন, বৃহস্পতিবার রাতে পায়ে প্রচণ্ড ব্যথা অনুভব করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে। আগামী ২-১দিনের মধ্যে তাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হবে।

উল্লেখ্য, ধ্রুব এষ প্রচ্ছদ শিল্পী হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করলেও তিনি লেখালেখিও করেন। ইতোমধ্যে তিনি প্রায় ৩৫০০ গ্রন্থের প্রচ্ছদপটের নকশা করেছেন। ১৯৯০-এর পর তিনি বিশিষ্ট লেখক হুমায়ূন আহমেদের অধিকাংশ গ্রন্থের প্রচ্ছদ এঁকেছেন।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।