বিমান বাহিনীর ঘাঁটিতে বাপ্পা মজুমদার


প্রকাশিত: ১০:৩৭ এএম, ২৭ জানুয়ারি ২০১৬

বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি ‘বঙ্গবন্ধু’তে এটিএন বাংলার আয়োজনে আজ বুধবার (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত হবে বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা ‘পপুলার লাইফ ইন্সুরেন্স দৃষ্টি নীলিমা’। সেখানে গাইতে দেখা যাবে জনপ্রিয় কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদদারকে।

অনুষ্ঠানটি এটিএন বাংলায় সরাসরি সম্প্রচার করা হবে সন্ধ্যা ৭টার সংবাদের পর। বিশেষ এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আরো সংগীত পরিবেশন করবেন হালের প্রিয় কন্ঠশিল্পী কর্ণিয়া, রাজীব, সামিয়া এবং মারিয়া শিমু।

অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস এর শিল্পীবৃন্দ। এছাড়াও থাকবে বিমান বাহিনীর নিজম্ব পরিবেশনা।  

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধানসহ বিমান বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্য ও তাদের পরিবার বর্গ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান, উপদেষ্টা মন্ডলী এবং অন্ষ্ঠুানের স্পন্সর প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা।

পায়েল ও হোমায়রার উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করবেন মুকাদ্দেম বাবু, সেলিম দৌলা খান ও রুমানা আফরোজ।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।