সকল স্থল ও নৌ বন্দরে রাসায়নিক পরীক্ষা কেন্দ্র তৈরির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩৮ এএম, ১৫ জুলাই ২০১৪

বিদেশ থেকে আমদানি করা ফল বিষাক্ত রাসায়নিকযুক্ত কিনা, তা পরীক্ষার জন্য দেশের সকল স্থল ও নৌবন্দরে কেমিকেল টেস্ট ইউনিট (রাসায়নিক পরীক্ষা কেন্দ্র) স্থাপনের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।

মঙ্গলবার এ সংক্রান্ত একটি রিটের পূর্নাঙ্গ রায় প্রকাশের সময় এ নির্দেশ দেন আদালত। এর আগে ২০১২ সালের ২৯ ফেব্রুয়ারি বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসাইনের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ রায়টি ঘোষণা করেন।

প্রসঙ্গত, ২০১০ সালে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে ওই রিটটি দায়ের করা হয়েছিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।