যমুনা সারকারখানায় ৩ মে.টন সালফিউরিক অ্যাসিডসহ আটক ১


প্রকাশিত: ০১:৩৫ পিএম, ২৩ জানুয়ারি ২০১৬

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দি যমুনা সারকারখানা থেকে ৩ মেট্রিক টন সালফিউরিক অ্যাসিড পাচারের সময় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার দুপুরে সারকারখানা গেইট থেকে সালফিউরিক অ্যাসিড বহনকারী ট্যাঙ্ক লড়ির চালক আনোয়ার হোসেনকে (৩০) আটক করা হয়।

যমুনা সারকারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, শনিবার সারকারখানায় সার উৎপাদন কাজের জন্য ফেঞ্চুগঞ্জ সার কারখানা থেকে ট্যাঙ্ক লড়িতে বহন করে ২৪ মেট্রিক টন সালফিউরিক অ্যাসিড নিয়ে আসা হয়েছিলো। কিন্তু ২৪ মেট্রিক টন সালফিউরিক অ্যাসিডের মধ্যে ২১ মেট্রিক টন নামিয়ে বাকি ৩ মেট্রিক টন অ্যাসিড নিয়ে ট্যাঙ্ক লড়িটি কারখানা থেকে বের হয়ে যাচ্ছিলো। এসময় যমুনা সারকারখানা গেটে কর্মরত নিরাপত্তাকর্মীরা সালফিউরিক অ্যাসিডসহ ট্যাঙ্ক লড়ি এবং লড়ির চালক আনোয়ার হোসেনকে আটক করে।

পরে সরিষাবাড়ী তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেওয়া হলে ঘটনাস্থলে এসে লড়ির চালককে আটক করে পুলিশ।

খবর পেয়ে জামালপুরের এএসপি (সদর সার্কেল) মো. মনিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লড়ির চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শুভ্র মেহেদী/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।