লালমনিরহাটে তিন দিনব্যাপী ডিজিটাল মেলা শুরু


প্রকাশিত: ০৮:০২ এএম, ২৩ জানুয়ারি ২০১৬

লালমনিরহাটে শুরু হয়েছে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৬। শনিবার সকালে জেলা পরিষদ কাম-অডিটরিয়াম সেন্টারে জেলা প্রশাসক হাবিবুর রহমান ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন।

পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লালমনিরহাট জেলা অতিরিক্ত প্রশাসক (সার্বিক) রেজাউল আলম সরকারের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম।

ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচির আওতায় লালমনিরহাট জেলা প্রশাসনের উদ্যোগে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৬ অনুষ্ঠিত হচ্ছে। ২৩ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি সকাল ৯ থেকে বিকেল ৫টা পর্যন্ত এ মেলা চলবে।

রবিউল হাসান/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।