উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ার আহ্বান গণপূর্ত মন্ত্রীর


প্রকাশিত: ০৩:৫২ পিএম, ২২ জানুয়ারি ২০১৬

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন আগামী দিনে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্যে সকলকে নিষ্ঠার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।

শুক্রবার বিকেলে গণপূর্ত অধিদফতরের রাজশাহী জোনের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, বাংলাদেশের অন্যান্য দফতর, অধিদফতরের মত গণপূর্ত অধিদফতরও তার মেধা, কৌশল ও শ্রম কাজে লাগিয়ে দিন দিন উন্নতি করছে। কাজের মান বৃদ্ধির সঙ্গে সঙ্গে কাজের পরিধিও বেড়েছে। দেশের প্রতিটি নাগরিক কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করলে ২০২১ সালের আগেই মধ্যম আয়ের দেশে পৌঁছতে সক্ষম হবে।

এসময় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মঈন উদ্দিন আব্দুল্লাহ, গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী হাজিফুর রহমান মুন্সিসহ গণপূর্ত অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী রাজশাহী গণপূর্ত বিভাগ সমূহের বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।

শাহরিয়ার অনতু/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।