আগামী নির্বাচনে বিএনপির অবস্থা আরো ভয়াবহ হবে


প্রকাশিত: ০৭:২৬ এএম, ২১ জানুয়ারি ২০১৬

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৫ জানুয়ারি থেকে শিক্ষা নিয়ে পৌর নির্বাচনে অংশ নিয়েছিলেন কিন্তু জনগণের ভোটের মাধ্যমে তাদেরকে উপযুক্ত জবাব দিয়েছেন। আগামী নির্বাচনগুলোতে তাদের অবস্থা আরো ভয়াবহ হবে।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন। বাংলাদেশ আওয়ামী তরুণ লীগ আয়োজিত বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

যারা যুদ্ধাপরাধীদের বাঁচানোর চেষ্টা করছে তাদের জায়গা এদেশের মাটিতে হবে না উল্লেখ করে মায়া বলেন, জামায়ত-শিবিরকে রক্ষা করে যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য তিনি (খালেদা) উঠে-পড়ে লেগেছেন। আমি স্পষ্ট করে বলতে চাই ষড়যন্ত্রকারীরা যুদ্ধাপরাধীদের রক্ষা করতে পারবে না।

বিএনপি ছেড়ে খালেদা জিয়া জামায়াতের আমীর হয়েছেন। খালেদা জিয়ার একমাত্র পথ জাতির কাছে ক্ষমা চেয়ে ‘১৯ সালের নির্বাচনে অংশ নেওয়া বলেও মন্তব্য করেন তিনি। এ সময় তিনি খালেদার আগুন সন্ত্রাসীদের মোকাবেলা করতে তরুণ লীগকে আরো শক্তিশালী হওয়ার আহ্বান জানান।

আলোচনা সভায় আরো ‍উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, প্রচার সম্পাদক আব্দুল হক সবুজ, সংসদ সদস্য সানজিদা খানম প্রমুখ।

এএস/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।