দ্বিতীয় দিনের মতো চলছে নার্সদের অবস্থান কর্মসূচি
দাবি আদায়ে দ্বিতীয় দিনের মতো বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে চলছে ডিপ্লোমা বেকার নার্সেস এসোসিয়েশনের অবস্থান কর্মসূচি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছে এসোসিয়েশনের নেতারা।
এসোসিয়েশনের নেতারা জানান, পূর্বের নিয়ম ব্যতিরেকে পিএসসির মাধ্যমে নার্স নিয়োগের সিদ্ধান্ত অবিলম্বে বাতিল এবং প্রধানমন্ত্রী প্রতিশ্রুত ১০ হাজার নার্সের পদ তৈরি করে পূর্বের ন্যায় ব্যাচ, মেধা ও জেষ্ঠ্যতার ভিত্তিতে দ্রুত নিয়োগ বাস্তবায়ন করতে হবে।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত রয়েছেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রিনা আক্তার সহ বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস এসোসিয়েশনের সদস্যরা।
এএস/এএইচ/আরআইপি