আইপিইউ হিউম্যান রাইটস কমিটির প্রেসিডেন্ট ফজলে করিম


প্রকাশিত: ১২:৪৯ পিএম, ১৭ জানুয়ারি ২০১৬

সুইজারল্যান্ডের জেনেভায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সদর দফতরে অনুষ্ঠিত ১৪৯তম সভায় হিউম্যান রাইটস কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বাংলাদেশের এমপি এ বি এম ফজলে করিম চৌধুরী। শনিবার অনুষ্ঠিত ওই সভায় চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিকে প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়।

১৬৭টি দেশের ৪৭ হাজার পার্লামেন্ট সদস্যের সমন্বয়ে আইপিইউ গঠিত। আইপিইউ-এর হিউম্যান রাইটস কমিটি ১৬৭টি দেশের ৪৭ হাজার পার্লামেন্ট সদস্য  তাদের নিজ নিজ দেশে মানবাধিকার বিষয় নিয়ে কাজ করে থাকেন।

এ বি এম ফজলে করিম চৌধুরী এর আগে আইপিইউ- এর হিউম্যান রাইটস কমিটির ভাইস-প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে আইপিইউ-এর হিউম্যান রাইটস কমিটির ৪০ বৎসর পূর্ণ হবে।

এইচএস/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।