প্রথম ডেটের হৃদস্পন্দন জানাবে অ্যাপ (ভিডিও)
প্রযুক্তির এ যুগে ঘরে বসে স্ক্রিনে প্রিয় মানুষের মুখ দেখতে পেলেও সরাসরি বা হাতে হাত রেখে একটু পাশাপাশি হাঁটতে কে না চায়। আর তার জন্য প্রয়োজন ডেট।
আপনি যার সঙ্গে ডেটে যাবেন তার কথা ভাবলেই কী হৃদস্পন্দন কিছুটা বেড়ে যায়? তার পরিমাণ কী কখনো পরিমাপ করতে পেরেছেন? তবে এবার অ্যাপই জানিয়ে দেবে আপনার হৃদস্পন্দনের খবর। এমনকি আপনার ডেটিং পার্টনারকে খুঁজে দিতেও সক্ষম হবে এ অ্যাপটি।
এছাড়া আপনার ডেটিং পার্টনারের প্রতি আপনার মনের ভাব ঠিক কী রকম তাও বলে দিতে পারবে। সেটা দেখেই আপনি নিজেই বিচার করবেন আপনি তার সঙ্গে ডেটে যাবেন কি না।
‘ওয়ান্স (Once)’ নামে একটি অ্যাপ সম্প্রতি মুক্তি পেয়েছে ভারতীয় বাজারে। তবে এক বছর আগেই ফ্রান্সে মুক্তি পেয়েছিল অ্যাপটি। অ্যাপটি ডাউনলোড করা মাত্রই আপনার কাছে অনেকগুলি অপশন আসবে। প্রতিদিন একটা করে নতুন মুখ দেখাবে অ্যাপটি অন করা মাত্রই। এমনকি ডেট নিয়ে আপনি কতটা উৎসুখ তার পরিমাপও করা যেতে পারবে।
এছাড়া সেও আপনার সঙ্গে দেখা করার জন্য কতটা আনন্দিত তাও দেখতে পারবেন আপনি। এরপরেই না হয় বেছে নেবেন ডেট করবেন নাকি করবেন না।
আরএস/এমএস