পাট শিল্পকে এগিয়ে নিতে কাজ করছে সরকার


প্রকাশিত: ০১:২৮ পিএম, ১৬ জানুয়ারি ২০১৬

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, ২০২১ সালের মধ্যে বস্ত্রখাতে ৫০ মিলিয়ন রফতানি আয়কে ৫০ বিলিয়ন ডলারে উন্নীত করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। একই সঙ্গে পাট শিল্পকেও এগিয়ে নিতে কাজ করছে বর্তমান সরকার।

শনিবার দুপুরে টাঙ্গাইলের কালিহাতি উপজেলার বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের পঞ্চম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় ও অষ্টম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কলেজের অধ্যক্ষ ড. ইঞ্জিনিয়ার আতাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বস্ত্র পরিদফতরের পরিচালক ও অতিরিক্ত সচিব মোহাম্মদ ইসমাইল, কালিহাতি উপজেলার চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার প্রমুখ।

এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।