প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন না মিশেল ওবামা


প্রকাশিত: ০৬:১৩ এএম, ১৬ জানুয়ারি ২০১৬

যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডি মিশেল ওবামা ভবিষ্যতে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের লুসিয়ানায় স্থানীয় ভোটারদের সঙ্গে আলোচনায় মিশেল সম্পর্কে এ কথা বলেন তিনি।

এ সময় ওবামা রসিকতা করে বলেন, জীবনে তিনটি বিষয় নিশ্চিত; মৃত্যু, কর ও মিশেলের প্রেসিডেন্ট নির্বাচনে না লড়া। তিনি বলেন, আগামী বছরের জানুয়ারিতে হোয়াইট হাউস ছাড়ার পর মিশেল তার শিশুদের স্থূলতা রোধে কাজ করার মতো অন্যান্য কর্মকাণ্ডে অংশ নেবেন।

বিশ্বের অন্যতম ক্ষমতাধর এই রাষ্ট্রনেতার ক্ষমতার মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের জানুয়ারির শেষের দিকে। কয়েক দিন আগে মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়, ওবামা ক্ষমতা থেকে বিদায় নেয়ার পর জাতিসংঘের মহাসচিব হওয়ার ইচ্ছা পোষণ করেছেন।

দেশটিতে দুই মেয়াদের বেশি ক্ষমতায় থাকার বিধান না থাকায় তিনি অবসরের পরের পরিকল্পনার কথা জানান। এদিকে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে স্ত্রী মিশেলের লড়াইয়ের সম্ভাবনাকেও উড়িয়ে দেন ওবামা।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।