উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের অভিভাবকদের অবস্থান কর্মসূচি রোববার


প্রকাশিত: ০৫:২২ এএম, ১৬ জানুয়ারি ২০১৬

রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের বর্ধিত বেতন প্রত্যাহারের দাবিতে অভিভাবকরা রোববার অবস্থান কর্মসূচি পালন করবেন। একই সঙ্গে তারা বিক্ষোভ মিছিল করে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ আন্দোলনরত অভিভাবকদের সঙ্গে একাত্মতা ঘোষণা করবেন।

উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক ফোরামের নেত্রী আঞ্জুমান আলম জাগো নিউজকে জানান, অভিভাবকদের না জানিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ টিউশন ফি প্রায় দ্বিগুন করেছেন। এর প্রতিবাদে আমরা আন্দোলন করে আসছি। কর্মসূচির অংশ হিসেবে  রোববার সকাল ৮টায় স্কুল প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আন্দোলনরত অভিভাবকদের সঙ্গে একাত্মতা ঘোষণা করবো।

এনএম/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।