এবার আয়লানকে নিয়ে শার্লি হেবদোর ব্যাঙ্গাত্মক কার্টুন
সিরীয় শিশু শরণার্থী মৃত আয়লানকে নিয়ে কার্টুন এঁকে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ফ্রান্সের ব্যাঙ্গাত্মক ম্যাগাজিন শার্লি হেবদো। ওই কার্টুনে বলা হয়েছে, শিশু আয়লান বেঁচে থাকলে বড় হয়ে ইউরোপে নারীদের ওপর যৌন নির্যাতন চালাতেন।
আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানিতে সম্প্রতি যৌন হয়রানি ইস্যুতে শরণার্থীদের দিকে ইঙ্গিত করে আয়লানকে নিয়ে কার্টুন ছেঁপে বিশ্বজুড়ে ব্যাপক তোপের মুখে পড়েছে শার্লি হেবদো।
গত বছরের সেপ্টেম্বরে ইউরোপে যাওয়ার সময় তিন বছর বয়সী আয়লান কুর্দি ভূমধ্যসাগরে ডুবে মারা যান। কার্টুনে আয়লানের ছবি আঁকানো হয়েছে; সেখানে দেখানো হয়েছে আয়লান ধীরে ধীরে বড় হয়ে উঠছেন। এরপর ইউরোপে নারীদের ওপর যৌন নির্যাতন চালাচ্ছেন।
কোলন শহরে নববর্ষের অনুষ্ঠানে নারীদের ওপর যৌন নির্যাতনে শরণার্থীরা জড়িত সে বিষয়টিকেও ইঙ্গিত করেছে শার্লি হেবদো। পত্রিকাটির চলতি মাসের সংখ্যায় ওই কার্টুন ছাঁপা হয়েছে। অনেকেই জাতিগত বিদ্বেষ ছড়াতে ওই কার্টুন প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ করেছেন।
এর আগেও শার্লি হেবদো হযরত মোহাম্মদ (সা:) এর কার্টুন এঁকে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে। পরে পত্রিকাটির অফিসে হামলার ঘটনাও ঘটে। ওই হামলায় ১৭ জনের প্রাণহানি ঘটে।
এসআইএস/পিআর