আজকের জোকস : ১৪ জানুয়ারি ২০১৬


প্রকাশিত: ০৪:২৪ এএম, ১৪ জানুয়ারি ২০১৬

স্বামী বিদেশ থাকে। স্ত্রীর বাংলা যতি বা বিরাম চিহ্নের অবস্থা খুব করুণ। সে স্বামীকে একখানা পত্র পাঠাল-
ওগো,
সারাটি জীবন বিদেশেই কাটাইলে এই কি ছিল। তোমার কপালে আমার পা। আরো ফুলিয়া গিয়াছে উঠানটা। জলে ডুবিয়া গিয়াছে ছোট খোকা। স্কুলে যাইতে চায় না ছাগলটা। সারাদিন ঘাস খাইয়া ঝিমাইতেছে তোমার বাবা। পেট খারাপ করিয়া অসুস্থ হইয়া পড়িয়াছে আমগাছটা। আমে আমে ভরিয়া গিয়াছে বাড়ির ছাদ। স্থানে স্থানে ফুঁটা হইয়া গিয়াছে গাভীর পেট। দেখিয়া মনে হয় বাচ্চা দিবে কাসেমের বাপ। প্রতিদিন একসের করিয়া দুধ দেয় বড় বউ। নিয়মিত রান্নাবান্না করে বড় খোকা। প্রতিদিন বাজার করিয়া আনে কাসেমের মা। প্রসব বেদনায় ছটফট করিতেছে কাসেমের বাপ। বারবার ফিট বইয়া যাইতেছে ডাক্তার। বাবু আসিয়া দেখিয়া গিয়াছেন। এমতাবস্থায় তুমি বাড়ি আসিবে না। আসিলে দুঃখিত হইবো।
ইতি,
তোমার ফুলবানু।

****

অফিসে দুই সহকর্মীর মধ্যে কথা হচ্ছে-
প্রথম সহকর্মী : বুঝলেন ইদ্রিস সাহেব, বুদ্ধি থাকলে সবই হয়। আমার বুদ্ধি আছে বলেই বড় খরচের হাত থেকে বেঁচে গেলাম।’
দ্বিতীয় সহকর্মী : কী রকম?
প্রথম সহকর্মী : সেদিন আমার ছোট ছেলেটা চিড়িয়াখানায় যাওয়ার জন্য বায়না ধরল। অনেক করে বোঝালাম। কিন্তু কে শোনে কার কথা। চিড়িয়াখানায় সে যাবেই। অজগর সে দেখবেই। এরপর আমি বুদ্ধি করে বাড়িতে বসিয়েই অজগর দেখিয়ে দিলাম।
দ্বিতীয় সহকর্মী : বলেন কী! বাড়িতে অজগর পেলেন কোথায়?
প্রথম সহকর্মী : একটা কেঁচো ধরে আনলাম। তারপর একটা আতশী কাঁচ দিয়ে এই কেঁচোটাই দেখিয়ে বললাম, এই দেখো অজগর।

****

এক ভদ্রমহিলা ও সিনেমা হলের ম্যানেজারের মধ্যে ফোনালাপ-
মহিলা : হ্যালো। কোন ছবি চলছে?
ম্যানেজার : আই লাভ ইউ!
মহিলা : (রেগে গিয়ে) ইডিয়ট।
ম্যানেজার : এটি গত সপ্তাহে চলছিল।
মহিলা : (আরো রাগান্বিত হয়ে) ননসেন্স।
ম্যানেজার : এটি আগামী সপ্তাহে চলবে।

****

রাতে গাড়ি চালিয়ে ফিরছিলেন এক ভদ্রলোক। গাড়ি জ্যামে আটকে গেলে এক ভিক্ষুক এসে হাত পাতল।
ভিখারি : দয়াকরে কিছু দিন স্যার!
ব্যক্তি : তুমি মদ খাও?
ভিখারি : না স্যার।
ব্যক্তি : তুমি ধূমপান কর?
ভিখারি : না।
ব্যক্তি : জুয়া খেল?
ভিখারি : না।
ব্যক্তি : তুমি শিগগির আমার গাড়িতে ওঠ।
ভিখারি : যা দেবার এখানেই দিন, স্যার।
ব্যক্তি : না, তোমাকে বাড়ি নিয়ে আমার স্ত্রীকে দেখাতে চাই যে মদ, জুয়া, ধূমপান এ সবের সঙ্গে না থাকলে মানুষের জীবনের কী ভয়াবহ অবস্থা হয়।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।