এশিয়া কাপের বাছাই পর্ব ফতুল্লায়


প্রকাশিত: ০১:২২ পিএম, ১২ জানুয়ারি ২০১৬

২৪ ফেব্রুয়ারি থেকে ঢাকায় শুরু হচ্ছে এশিয়া কাপ ক্রিকেটের মূল পর্ব। এবারই প্রথম এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে। প্রতিযোগিতার সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তবে এর আগে ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টুর্নামেন্টটির বাছাইপর্ব। এই পর্বের সবগুলো ম্যাচ ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

এবারের বাছাইপর্বে অংশ নেবে এশিয়ার শীর্ষ চার সহযোগী দেশ ওমান, আফগানিস্তান, হংকং এবং সংযুক্ত আরব আমিরাত। বাছাইপর্ব শেষে চ্যাম্পিয়ন দল মূল পর্বে যোগ দেবে। এই পর্বে সরাসরি খেলবে স্বাগতিক বাংলাদেশ, ভারত, শ্রীলংকা এবং পাকিস্তান।

আরটি/আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।