বনফুল কর্মী খুনের ঘটনায় ৩ আসামি রিমান্ডে


প্রকাশিত: ১০:৪২ এএম, ১২ জানুয়ারি ২০১৬

সিলেট নগরীর খাদিমপাড়া বিসিক শিল্পনগরী এলাকায় খাদ্যপণ্য প্রস্তুত ও বিক্রয়কারী প্রতিষ্ঠান বনফুলের দুই কর্মী খুনের ঘটনায় গ্রেফতারকৃত তিন আসামির রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার দুপুরে মহানগর হাকিম ৩য় আদালতে শুনানি শেষে তাদের একদিনের জন্য পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেন বিচারক।

মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম জাগো নিউজকে জানান, জোড়া খুনের ঘটনায় গ্রেফতারকৃত খাদিমপাড়ার পংকী, রকি ও জামালকে গত রোববার সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। এর প্রেক্ষিতে আদালতের বিচারক ওই তিন আসামির একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেটের খাদিমপাড়া বিসিক শিল্পনগরীর ভেতরে একটি মাইক্রোবাসে করে কয়েকজন দুর্বৃত্তরা রাজু মিয়া, (১৯), তপু মিয়া (২৫) ও রাসেল আহমদকে (২২) ছুরিকাঘাত করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের সিলেট এমএজি ওসমানী হাসাপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাজু ও তপুকে মৃত ঘোষণা করেন।

নিহত রাজু চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বড্ডা গ্রামের হারুনুর রশীদের ছেলে এবং তপু মিয়া শরিয়তপুরের ডামুড্যা উপজেলার বনীগ্রামের আবুল হোসেন মিয়ার ছেলে।

ছামির মাহমুদ/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।