বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়াই একমাত্র লক্ষ্য : শাওন
গত বছর থেকে বড়দের পাশাপাশি দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশের যুবারাও। ঘরের মাঠে এবারের বিশ্বকাপে তাদের কাছে প্রত্যাশাটাও অনেক বেশি। তাই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবার লক্ষ্যেই মাঠে নামবেন বলে জানালেন দলের অন্যতম সেরা স্পিনার আবু সালেহ আহমেদ শাওন গাজী।
আর এ জন্য বিশ্বকাপের মঞ্চে নামার আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো পারফরমেন্স করে নিজেদের প্রয়োজনীয় রসদ নিয়ে নিচ্ছেন ছোট টাইগাররা।
সোমবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম ওয়ানডে জয়ের পর শাওন বলেন, ‘বিশ্বকাপে আমাদের একটাই লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া, বাকি আল্লাহর ইচ্ছা।’
এদিন ক্যারিবীয়দের বিপক্ষে দারুণ বোলিং করেন শাওন। মূলত তার ঘূর্ণিতেই ম্যাচ থেকে ছিটকে পরে ওয়েস্ট ইন্ডিজ। নিজের এমন পারফরমেন্সের পর তিনি বলেন, ‘উইকেট ভালো ছিল, ফ্লাড উইকেট। কোনো টার্ন ছিল না, বল সোজাই যাচ্ছিল। কিন্তু কৌশলটা দারুণ কাজে লেগেছে। বিশ্বকাপের আগে আমার এই পারফরম্যান্স করা খুবই দরকার ছিল। বিশ্বকাপের জন্য খুব ভালো হলো।’
বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আরও দুটি ওয়ানডে ম্যাচ খেলবে মিরাজরা। সে ম্যাচেও ভালো কিছু করার প্রত্যয় প্রকাশ করেন শাওন। নিজেদের সেরা শক্তি স্পিন দিয়েই ঘায়েল করতে চান এই তরুণ। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘হাঁ, বাংলাদেশের স্পিনের এই সাফল্য বিশ্বকাপে দেখা যাবে। আশা করি আরও ভালো কিছু হবে। আমার দিক দিয়ে দলেকে যতটা দেয়া দরকার তার শতভাগই দেয়ার চেষ্টা করবো।’
আরটি/একে/পিআর