মাগুরায় ঐতিহ্যবাহী ঘৌড়-দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত


প্রকাশিত: ১২:৪৭ পিএম, ১১ জানুয়ারি ২০১৬

মাগুরার মম্মদপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘৌড়-দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রায় একশ বছর ধরে পৌষ মাসের ২৮ তারিখে এ মেলার আয়োজন করা হয়।

মাগুরার ঐতিহ্যবাহী এ মেলাকে ঘিরে এখন এলাকায় চলছে উৎসবের আমেজ। বাড়িতে বাড়িতে চলছে রান্না-বান্না আর আনন্দ-উৎসব। প্রতিটি ঘরে ভিড় জমাচ্ছেন আত্মীয়-স্বজনেরা।

মেলার মূল আকর্ষণ ঘৌড়-দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা। দেশের বিভিন্ন জায়গা থেকে এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ঘোড়া আনা হয়। এবারের ঘৌড়-দৌড় প্রতিযোগিতায় ২০টি ঘোড়া অংশ নেয়। চূড়ান্ত প্রতিযোগিতায় রায়পুরের সুলতান মিয়ার ঘোড়া প্রথম, রাজাপুরের ইরিয়াস মিয়ারঘোড়া দ্বিতীয় ও বড়রিয়ার সুজন মিয়ার ঘোড়া তৃতীয় হয়েছে।

মেলা কমিটির সভাপতি ও মহম্মদপুর উপজেলা চেয়ারম্যান খাঁন জাহাঙ্গীর আলম বাচ্চু বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। ঘৌড়-দৌড় প্রতিযোগিতা দেখতে আশপাশের গ্রাম গঞ্জের লক্ষাধিক মানুষ ভিড় জমায়।

এ উপলক্ষে মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া গ্রামে তিন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বসে গ্রামীণ মেলা। মেলায় চারুকারু কাঠ-বাস, প্রসাধনী, বেত আসবাবপত্র. তৈজসপত্র, মিষ্টি মাছসহ রকমারি পণ্যের পসরা সাজিয়ে বসেছেন কয়েক হাজার ভ্রাম্যমাণ দোকানি। মাগুরাসহ আসপাশের বিভিন্ন জেলা থেকে লক্ষাধিক লোক সমাগম হয় এ মেলায়।

মেলা কমিটির সভাপতি খাঁন জাহাঙ্গীর আলম জাগো নিউজকে জানান, মূল উৎসব একদিন হলেও মেলা চলবে দুই দিন।

আরাফাত হোসেন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।