মাহবুব হাসান- এর কবিতা


প্রকাশিত: ০৬:১৪ এএম, ১১ জানুয়ারি ২০১৬

ভয়ের দরোজা খুলে দিলাম

জয়ের দরোজাগুলো বন্ধ
কে করলো এ-কাজ?
ক্ষয়ের দরোজাগুলো হাট করা
পড়ছে জনজীবনে অবিরাম বাজ!

নিঃশব্দের দরোজায় তালা মারা!
কারা যেন ফিসফাস করে সারাবেলা!
কালবেলা! কালবেলা!! কালবেলা!!!

আমি ভয়ের দরোজার খিল খুলে দিলাম
দাঁড়ালাম সিনা টান করে একাত্তরের মুক্তিযোদ্ধা।

দুই.

নিঃশব্দকে ধরে আনলাম সুন্দরবনের গহীন থেকে
জনজীবনের খলবলে স্রোতের মধ্যে ছেড়ে দিলাম,
থেমে গেলো মানুষের প্রতিবাদের কলরব,
মিটিং-মিছিলের শ্লোগান,
বাজার-সদাইয়ের আওয়াজ
আশা-আকাক্ষার বাতি নিভে গেলো!
থেমে গেলো প্রেমিক যুবক-যুবতীর মিহি কণ্ঠস্বর!
অন্তর গেলো বনবাসে,
সে কোনো সন্ত্রাসে নেই,
সে ভালোবাসে মানুষের কলকাকলি, কর্মময় জীবনের ঘানি
কানাকানি এবং ক্ষমতার টানাটানি,
আর প্রতিবাদ প্রতিরোধের ইতিহাস!

আমি টেনে আনি এই সব বেফাঁস কথামালা।

০৪/০১/১৬
পমোনা, লস এঞ্জেলেস, যুক্তরাষ্ট্র

এইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।