মালয়েশিয়ায় লিটল টুইঙ্কেলস স্কুলের যাত্রা শুরু
পর্যটন নগরী মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি শিশুদের পড়ালেখায় এগিয়ে নিতে লিটল টুইঙ্কেলস নামে একটি স্কুলের যাত্রা শুরু হয়েছে। গত বুধবার (৬ জানুয়ারি) জালান গ্যান্তিং ক্লাং-এর ডানাকোটায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে শুরু হয় স্কুলের আনুষ্ঠানিকতা। মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি এসকে শাহিন এ স্কুলটির উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন. শিশুরা যেন কোনো মতেই পড়াশোনাকে বোঝা মনে না করে সেদিকে স্কুল কর্তৃপক্ষকে মনোযোগী হতে হবে। উদ্যোক্তারা বলেন, শিশুদের সুপ্ত মনের বিকাশ ঘটাতে অপেক্ষাকৃত কম খরচে মানসম্মত শিক্ষা মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের কাছে পৌঁছে দিতে আমাদের এই উদ্যোগ।
আয়োজকরা জানান, দুই ধাপে বিভক্ত স্কুলটিতে দুপুর ১২টা পর্যন্ত পড়ানো হবে এবং বিকেল ৫টা পর্যন্ত ঘরোয়া পরিবেশে তাদের যত্ন সহকারে রাখা হবে। এর মাধ্যমে দু-দেশের সাংস্কৃতিক একটা বন্ধনও তৈরি হবে এবং ইংলিশ মিডিয়াম এ স্কুলে বাংলাভাষা ও সংস্কৃতি শিক্ষা দেয়ার জন্য ইতোমধ্যে একজন বাংলাদেশি শিক্ষিকা নিয়োগ দেয়া হয়েছে।
বাংলাদেশসহ যেকোনো দেশ থেকে মালয়েশিয়ায় এসে দুই থেকে ছয় বছরের বাচ্চাদের পড়াশোনা করাতে ইচ্ছুক অভিভাবকদের ভিসার ব্যাপারেও সব ধরনের সহযোগিতা দেয়া হবে। ভবিষ্যতে বাংলাদেশিদের জন্য পূর্ণাঙ্গ স্কুল প্রতিষ্ঠার চিন্তা রয়েছে উদ্যোক্তাদের।
শিক্ষিকা ময়ূরী আলহেন্দ্রানের অনুষ্ঠান পরিচালনায় বক্তব্য রাখেন স্কুলের প্রধান নির্বাহী পরিচালক সিসিলিয়া শারমিনি, স্কুলের পরিচালক বাংলাদেশি হাফিজুর রহমান প্রমুখ।
বিএ