ছাঁটাই হয়ে গেলেন স্যামি-রাসেলরা!


প্রকাশিত: ০১:০০ পিএম, ১০ জানুয়ারি ২০১৬

টি-টোয়েন্টি দলের অধিনায়ক তিনি। সামনে আবার টি-টোয়েন্টি বিশ্বকাপ। এমন ক্রিকেটারকেই কি না বোর্ডের চুক্তি থেকে বাদ দিয়ে দিলো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিুউআইসিবি)! ড্যারেন স্যমির সঙ্গে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন আরও দুই অলরাউন্ডার আন্দ্রে রাসেল এবং ডোয়াইন ব্রাভো। তাদের পরিবর্তে কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভূক্ত করা হলো জারমেইন ব্ল্যাকউড, লিওন জনসন, রাজেন্দ্র চন্দ্রিকার মতো তরুণদের। কেন্দ্রী চুক্তিতে থাকা ক্রিকেটারদের সংখ্যা ১২ থেকে বাড়িয়ে করা হলো ১৫ জনে।

২০১৫-১৬ মওসুমের জন্য ক্যারিবিয়ান ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির যে তালিকা প্রকাশ হয়েছে, তাতে নেই শিবনারায়ণ চন্দ্রপল, সুলেমান বেন, ক্রিস গেইল, সুনীল নারিনের মতো বড় বড় নামও। ক্রিস গেইল আর সুনিল নারিন অবশ্য নিজেরাই কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন। নারিন তো এখন নিষিদ্ধই আন্তর্জাতিক ক্রিকেটে। কেন্দ্রীয় চুক্তির সময়সীমা ধরা হবে ১ অক্টোবর, ২০১৫ থেকে ৩০ সেপ্টেম্বর, ২০১৬ পর্যন্ত।  

ওয়েস্ট ইন্ডিজের কেন্দ্রীয় চুক্তিতে যারা: জ্যাসন হোল্ডার, ক্রেইগ ব্রাফেট, রাজেন্দ্র চন্দ্রিকা, ড্যারেন ব্রাভো, মারলন স্যামুয়েলস, দিনেশ রামদিন, দেবেন্দ্র বিশু, শ্যানন গ্যাব্রিয়েল, জারমেইন ব্ল্যাকউড, জেরোম টেলর, শেলডন কটরেল, সাই হোপ, শেন ডরউইচ, লিওঁ জনসন এবং কেমার রোচ।

নতুন যারা: দেবেন্দ্র বিশু, শ্যানন গ্যাব্রিয়েল, শেলডন কটরেল, জারমেইন ব্ল্যাকউড, রাজেন্দ্র চন্দ্রিকা, সাই হোপ, শেন ডরউইচ, লিওঁ জনসন। বাদ পড়লেন যারা: ড্যারেন স্যামি, আন্দ্রে রাসেল, সুলেমান বেন, শিবনারায়ন চন্দরপল, ডোয়াইন ব্রাভো।

আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।